পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ মরদেহ উদ্ধার, অন্ততঃ ৪০ নিখোঁজ
https://parstoday.ir/bn/news/bangladesh-i113768-পঞ্চগড়ে_নৌকাডুবির_ঘটনায়_দুই_দিনে_৫০_মরদেহ_উদ্ধার_অন্ততঃ_৪০_নিখোঁজ
বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২২ ২২:০১ Asia/Dhaka
  • পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ মরদেহ উদ্ধার, অন্ততঃ ৪০ নিখোঁজ

বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত উদ্ধার হওয়া ৫০টি মৃতদেহের মধ্যে ১৩ শিশু, ২৫ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে বোদার ২৯ জন, বীরগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, পঞ্চগড় সদরের একজন এবং ঠাকুরগাঁও সদরের একজন রয়েছেন।

রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় দেড় থেকে ২০০ জন মাড়েয়া এলাকা থেকে মন্দিরের উদেশ্যে যাত্রা করেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে বোদা উপজেলার আওলিয়া ঘাটের বিপরীতে করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি। উদ্ধারকারীরা অনেককে জীবিত উদ্ধার করলেও পরে গতকাল রাতে ২৫ জন এবং আজ রাত পৌনে ৮টা নাগাদ ২৫ জনসহ ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তিদের সবার নামপরিচয় এখনও পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে। তিনি নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছেন। মৃত ব্যক্তি সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা প্রদানের ঘোষণা দেন জেলা প্রশাসক।

ইতোমধ্যে, এ দুর্ঘটনার তদন্ত করতে গত রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।