সরকারকে সরাতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব থাকবে না: ফখরুল
(last modified Thu, 20 Oct 2022 12:34:59 GMT )
অক্টোবর ২০, ২০২২ ১৮:৩৪ Asia/Dhaka
  • সরকারকে সরাতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব থাকবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা মানুষ খুন করে, গুম করে, যারা জনগণের সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঠায়- তাদের মানুষ চায় না। এ সরকারকে যদি আমরা সরাতে না পারি, এ দেশের অস্তিত্ব থাকবে না; জাতির অস্তিত্ব থাকবে না।’

আজ (বৃহস্পতিবার) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে একটি স্মরণিকার মোড়ক উন্মোচনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংক্ষিপ্ত বক্তব্যে চলমান আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে শক্তিতে পরিণত করে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, কীভাবে অন্যায়-অত্যাচার, নিপীড়ন-নির্যাতন হচ্ছে, তা আপনারা সবাই জানেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, আন্দোলনকে দমন করার জন্য সরকার ভয়ংকরভাবে কাজ করছে। তারা গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশে বাধা দিচ্ছে। সমাবেশে যাতে লোকজন ‌আসতে না সে জন্য বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করেছে। সমাবেশে বাধা দিয়ে মানুষের অন্তরের ক্ষোভ কি ওরা মুছে দিতে পারবে, পারবে না।’

এ সময় সাম্প্রতিককালে নিহত ভোলার আবদুর রহিম, নুরে আলম, নারায়ণগঞ্জের রাজা আহমেদ শাওন, মুন্সীগঞ্জের শহিদুল ইসলাম শাওনের পরিবারকে বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন জিয়া পরিষদের উদ্যোগে আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব।

ওবায়দুল কাদের

সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি: কাদের

ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বলেছেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না। সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়ইনি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। কিন্তু তাদের সমাবেশে লোকসমাগম হলে বলে সরকার ব্যর্থ, আবার লোকসমাগম না হলে বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

ওবায়দুল কাদের প্রশ্ন করেন, চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোন বাধা ছিল? পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের ব্যাপারে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক। তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে।

ওয়ান ইলেভেন নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান-ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমতাবস্থায় ১/১১ তে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২০

ট্যাগ