নভেম্বর ০৪, ২০২২ ১৮:২৯ Asia/Dhaka

ডিজিটাল যুগের পর এখন স্বয়ংক্রিয়করণের প্রক্রিয়াতেও যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আগামীতে চতুর্থ শিল্প বিপ্লব কাজে লাগানোর লক্ষ্য নিয়ে গ্রহণ করা হচ্ছে নানা পরিকল্পনা। এরই অংশ হিসেবে ঢাকায় ৪ ও ৫ নভেম্বর দুদিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপকমিটি। 

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের সভপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কনফারেন্সের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন।

বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছে, উদীয়মান ভবিষ্যতের জন্য এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন। যেখানে ২৭টি দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়সহ ৬৬২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পরিবর্তনশীল বিশ্বে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত। ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক, সামাজিক ও মানবিক কার্যক্রম ডিজিটাল মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা তৈরির মাধ্যমে মেধাবী তরুণদের কর্মসংস্থান তৈরির সুযোগও করে দেওয়া হচ্ছে বলে জানান আবদুস সবুর। এককথায় বলতে গেলে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশ ভালোভাবে প্রস্তুত রয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ আহসান হাবিব রেডিও তেহরানকে বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে ব্যাপক পরিবর্তন এসেছে, মানুষের দৈনন্দিন জীবনে। আধুনিক বিজ্ঞান সবকিছুতেই এনে দিয়েছে দুর্বার গতি, আগামীকে জানার অপার সম্ভাবনা। বিজ্ঞানের সাফল্যের গোটাবিশ্বই এখন ধাবিত হচ্ছে প্রযুক্তি নির্ভরতার দিকে। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে বাংলাদেশও পিছিয়ে থাকতে চায় না। তাই এ আয়োজন দেশকে আরো অনেক এগেয় নিবে বলে মনে করেন এ অর্থনীতিবিদ। আন্তর্জাতিক এ সম্মেলনে থেকে আহরিত অভিজ্ঞতা, আগামীতে দেশে শিল্প বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন তিনি।

সভ্যতার আধুনিক ক্রমবিকাশের ধারায়, বাষ্পীয় ইঞ্জিন তৈরির মধ্য দিয়ে প্রথম শিল্প বিপ্লবের পা রেখেছিল বিশ্ব। এরপর বিদ্যুৎ আবিস্কারের মধ্যে দিয়ে গোটা বিশ্ব পদার্পণ করে দ্বিতীয় শিল্প বিপ্লবে। পরবর্তীতে তৃতীয় শিল্প বিপ্লব জাগ্রত হয় ইন্টারনেট সেবা আসার পর। এখন বিশ্ব এখন ধাবিত হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ