মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i115580-মন্দা_মোকাবেলায়_খাদ্য_উৎপাদন_বাড়ানোর_তাগিদ_প্রধানমন্ত্রীর
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে, যাতে অল্প খরচ করা যায়। একই সাথে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২২ ১৯:৪১ Asia/Dhaka
  • মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে, যাতে অল্প খরচ করা যায়। একই সাথে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১শ টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেখানে আপনাদের সবাইকে একটু সতর্ক হতে হবে। খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, প্রতিটি এলাকার খালি জমিতে আবাদ বাড়াতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে হবে। ফলমূল, তরি-তরকারি যেটাই সম্ভব সেটাই উৎপাদন করার পাশাপাশি গবাদি পশু পালনেও সবাইকে উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তার ধাক্কা যেন বাংলাদেশকে খুব বেশি ক্ষতি করতে না পারে। আঘাতটা লাগবেই, কারণ পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, তাই প্রস্তুতি নিলে আঘাতটা কম লাগবে। 

সাত বিভাগে ২৫টি জেলায় এই ১০০টি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ টাকা, যার পুরোটাই নির্মিত হয়েছে সরকারি অর্থায়নে। এই সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৫ হাজার ৪৯৪ দশমিক ১৩ মিটার। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।