আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা (নভেম্বর-২০২২)
(last modified Sat, 12 Nov 2022 06:26:40 GMT )
নভেম্বর ১২, ২০২২ ১২:২৬ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা (নভেম্বর-২০২২)

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে চলতি নভেম্বর মাসেও বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর।

প্রশ্ন: ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কত গুণ বেশি গতিতে ছুটতে পারে?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমে সার্চ করুন)

 

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৬. বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।

৭. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা নভেম্বর-২০২২' লিখতে হবে।

৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

ট্যাগ