আল্লাহর ঘরের মেহমানদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা: বাংলাদেশের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i116012-আল্লাহর_ঘরের_মেহমানদের_হয়রানি_করলে_কঠোর_ব্যবস্থা_বাংলাদেশের_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আল্লাহর ঘরের মেহমানদের হয়রানি করলে তাদের কোনভাবেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৭, ২০২২ ১৮:১২ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী
    বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আল্লাহর ঘরের মেহমানদের হয়রানি করলে তাদের কোনভাবেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থা বিষয়ক সম্মেলন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, আগে হজযাত্রীদের নিয়ে কিছু স্বার্থন্বেষী মহল, দালাল-প্রতারকদের প্রতারণা, হজযাত্রী পরিবহনে চরম বিশৃঙ্খলা ও অনিয়ম সাধারণ ঘটনা ছিল। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পরপরই হজ ব্যবস্থাপনার বিষয়টি অগ্রাধিকার দেয়। ব্যবস্থাপনার উন্নতির স্বার্থে হজযাত্রীর প্রাক-নিবন্ধন, নিবন্ধন, ই-হেলথ প্রোফাইল তৈরি, ই-টিকিট, হজযাত্রী পরিবহন, মক্কা-মদিনায় আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা দেওয়াসহ সবক্ষেত্রে ই-তদারকি শুরু করে সংশ্লিষ্ট দফতর ও বিভাগ।
শেখ হাসিনা বলেন, করোনা মহামারির মধ্যে ২০২২ সালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে ১০ লাখ হজযাত্রী নিয়ে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে তখন ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করেন। ২০২২ সালে অত্যন্ত সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমান হজ ব্যবস্থাপনার অধিকাংশ বিষয় আইটি নির্ভর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে হজ ব্যবস্থাপনার অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এসব বিষয়ে হজযাত্রীসহ বিভিন্ন বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠানো এজেন্সিকে অবহিত করার প্রয়োজনীয়তা রয়েছে।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।