সমাবেশ পন্ড করতে জঙ্গি নাটক সরকারের: ফখরুল; বিশৃঙ্খলা ঠেকাতে আমরা সতর্ক: তথ্যমন্ত্রী
(last modified Wed, 23 Nov 2022 10:51:56 GMT )
নভেম্বর ২৩, ২০২২ ১৬:৫১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে বিএনপির মহা-সমাবেশকে পন্ড করতে নানারকম ফন্দি করছে সরকার।

বুধবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক? দেশ কোন পথে’ শীর্ষক  সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে জাতির বোঝা হয়ে গেছে। তাই পুরো জাতীর মধ্যে ঐক্যসৃষ্টির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

বক্তব্যের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ঝামেলা না করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার ব্যবস্থা  করুন।  তিনি বলেন, বিএনপি নিয়ম মেনে সমাবেশের আবেদন করেছে, অনুমতির দায়িত্ব এখন সরকারের।

ড.হাছান মাহমুদ

এদিকে, ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ড.হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, বিএনপি সেই একই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তারা আবারো গাড়ি-ভাঙচুর, অগ্নি-সন্ত্রাস করতে চায়। তাই মানুষের সম্পত্তি, জান মাল রক্ষায় সবাইকে সজাগ থাকতে বলেছেন তথ্যমন্ত্রী। একই সাথে দেশের জনগণকে বাঁচাতে, আওয়ামী লীগও রাজপথে পাহারায় থাকবে বলে জানান ড.হাছান মাহমুদ।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ