ডিসেম্বর ১৩, ২০২২ ১৫:১৬ Asia/Dhaka

বাংলাদেশের ব্যাংক বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নানা অনিয়ম দুর্নীতির খবরে গ্রাহক বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আস্থাহীনতা। সম্প্রতি ইসলামী ব্যাংকসহ ৩ ব্যাংকের ঋণ প্রদানে অনিয়মের খবরে আরো নড়েচড়ে বসেছেন বিনিয়োগকারীসহ গ্রাহকরাও। যার বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের পুঁজিবাজারেও।

আস্থা ও তারল্য সংকটে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে তলানিতে ঠেকেছে। ফলে বিক্রেতা থাকলেও ক্রেতা সংকটে পড়েছে বাজার। আর তাতে পুঁজি হারা বিনিয়োগকারীদের মধ্যে চলছে শুধু হাহাকার। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে ভর করে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট। একই সাথে ১২ কার্যদিবস পর ৫০০ কোটি টাকা ছাড়াল লেনদেন।

পুঁজিবাজারের লেনদেনের এ উর্দ্ধমুখি গতি বিনিয়োগকারীদের আশা দেখালে আস্থার সংকট কাটেনি এখনো। যে কারণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বড় বিনিয়োগকারীরা অনেকেই সাইডলাইনে অবস্থান করছেন। ফলে প্রতিনিয়তই লেনদেন ও শেয়ারের দামে ঘটে কিছু ভৌতিক ঘটনা।

এ বিষয়ে সিরডাপের গবেষণা পরিচালক ড. মোঃ হেলাল উদ্দিন রেডিও তেহরানকে বলেন, বাজারে চাহিদার চেয়ে সাপ্লাই বেশি হওয়ায়, আস্থাহীনতা বাড়ছে পুঁজিবাজারে। অনেকে ফ্লোরপ্রাইসে আটকে আছেন উল্লেখ করে তিনি বলেন এটা আসলে মূল সমাধান না ।

এদিকে, নিয়ন্ত্রক সংস্থা প্রধান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলছেন, বিনিয়োগকারীর বিষয়টি দেখাও কিন্তু বিএসইসির দায়িত্ব। তাদের কথা চিন্তা করেই এই ফ্লোর প্রাইস পদ্ধতি রাখা হয়েছে। পুঁজিবাজারে শনির দশা কাটছে। বর্তমানে ধীর গতিতে এগুচ্ছে পুঁজিবাজার। এটা বাজারের জন্য ভাল দিক বলে মনে করে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় লেনদেন কিছুটা বাড়ছে এ সপ্তাহে। টানা কয়েক কার্যদিবস সূচকের উর্দ্বমুখী থাকলে ফের বিনিয়োগকারীরা বাজারমুখী হলে লেনদেন আরো বাড়বে বলে আশা বাজার বিশ্লেষকদের। #

 

পার্সটুডে/ নিলয় রহমান/এমবিএ /১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ