সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
ভিন্নমত দমনে অত্যাচার-নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আ.লীগ: ফখরুল
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাজনীতি করা দল আওয়ামী লীগ নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনাকে বেমালুম গিলে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এএসব কথা বলেন। দলটির মহাসচিব বলেন, বিরোধী দল ও ভিন্ন মত দমনে অত্যাচার-নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আ.লীগ। সমগ্র দেশ দুর্নীতিতে ছেয়ে ফেলেছে ক্ষমতাসীন এ সরকার।
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। তাই বিএনপি ১০ দফা দাবি আদায়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। তিনি দাবী করে বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, এই অনির্বাচিত সরকারের পতন ঘটানোর যুগপৎ আন্দোলনে শরিক হচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এখন আবারও বিভক্তির রাজনীতির মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।
সংবাদ সম্মেলন থেকে কারাবন্দি সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান বিএনপির মহাসচিব। একইসঙ্গে আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।#
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।