আওয়ামী লীগের গণতন্ত্র লুট করার গণতন্ত্র : মির্জা ফখরুল
বাংলাদেশের সরকার সব কিছুর দাম বাড়িয়ে জনজীবনে দূর্ভোগ বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকার সবকিছুর দাম বাড়িয়েছে। জনগনের শীতে কষ্ট, ভাতের কষ্ট হচ্ছে। চালের দাম,গ্যাসের দাম, ডালের দাম, বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্টে রেখেছে এসরকার। গরিব আরও গরিব হচ্ছে, আর তারা ধীরে ধীরে ফুলছে বলে অভিযোগ করেন বিএনপির এ শীর্ষ নেতা।
দলটির মহাসচিব বলেন, গেল ১৪ বছরের দেশের উন্নয়নের নামে মানুষকে শোষণ করেছে এ সরকার । তারা গণতন্ত্রের নামে মানুষের স্বাধীনতা হরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামীলীগের গণতন্ত্র লুট করার গণতন্ত্র। ফখরুল বলেন, উন্নয়নের নাম দিয়ে এ সরকার জনগণকে বোকা বানাচ্ছে। তাই বিএনপির পক্ষ থেকে দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে আন্দোলন শুরু হয়েছে। জগনের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল। তিনি বলেন,বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেয়া হবে না। কারণ তারা কাউকে ভোট দিতে দেয় না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পরে দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়। #
পার্সটুডে/নিলয়/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।