চাল ডিমের দাম আবারো বেড়েছে
নিত্যপণ্যের বাজার আবারো অস্থির, জ্বালানির দাম বৃদ্ধিকে অযুহাত হিসেবে দেখাচ্ছেন অনেকে
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে আবার বেড়েছে চালের দাম। সবজির দাম শীতকাল হিসেবে কিছুটা স্থিতিশীল থাকলে সব সবজির দাম নিয়ন্ত্রণে নেই। তবে গেল কদিনে হঠাৎ করে আবারো বেড়েছে বেড়েছে ডিমের দাম। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য এভাবে আবারো উর্দ্ধমুখি হওয়াতে বিপাকে পড়েছেন নিন্ম ও মধ্য আয়ের মানুষ। তবে কবে নাগাদ ডিমসহ এ সব প্রয়োজনীয় জিনেসের দাম ক্রেতাদের নাগালে আসবে বলতে পারছে না পাইকার ব্যবসায়িরা।
রাজধানী ঢাকার শান্তিনগর কাঁচাবাজারে শনিবার সকালে এসে খানিকটা ক্ষোভ ঝাড়েন অনেক ক্রেতা। তারা বলেন, বেসরকারি চাকুরীজীবীদের বেতন বাড়ে না,আয় কমছে দিন দিন, কিন্তু বাজারে নিত্য পণ্যের দাম বাড়ছে হুহু করে। আবার একই পণ্য দূরত্বভেদে দামের পার্থক্যও অনেক বেশি বলে অভিযোগ অনেক নগরবাসীর।
সম্প্রতি চালের বাজার অনেক নিয়ন্ত্রণে এনেছিল সরকার। ভারত থেকে চাল আমদানী শুরুর পরে স্থিতিশীল ছিল চালের বাজার। কিন্তু এখন আবার বাড়ছে সরু কিংবা মোটা চালের দামও। কিছু অসাধু চক্র এখনো বাজারকে অস্থিতিশীল করে মুনাফা লুটে নাভিশ্বাস বাড়াচ্ছে সাধারণ মানুষের, এমন অভিযোগ ক্রেতাসাধারণের।
এদিকে, নগরবাসী অনেকে বলছেন, বিদ্যুতের পরে শিল্পখাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও পড়তে শুরু করছে ভোগ্যপণ্যের বাজারে। উৎপাদন খরচ বৃদ্ধিসহ বাড়তি পরিবহন খরচের কারণে পণ্যের দাম বৃদ্ধির অযুহাত দিচ্ছেন বিক্রেতারা। এতেও অসন্তোষ ভোক্তাদের।
এ বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি নাজের হোসাইন রেডিও তেহরানকে বলেন, সরকার কোনভাবেই বাজার মনিটরিং করতে পারছে না। কাগুজে মনিটরিংএ মাঠ পর্যায়ে পণ্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব না। এজন্য প্রয়োজন কঠোর ও পেশাদারী জোর তৎপরতা। ক্যাব নেতা বলছেন, পর্যাপ্ত মজুত, আমদানি থাকলেও সরবরাহ লাইনে কৃত্রিম সংকট দেখিয়ে অসাধু কিছু ব্যবসায়ীরানানা অজুহাতে দাম বাড়াচ্ছে। সুতরাং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে পণ্যের মূল্য সমন্বয় করতে হবে।এছাড়া, ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে সারাদেশে বাজারে তদারকি জোরদার নিশ্চিতেরও পরামর্শ দেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি নাজের হোসাইন।#
পার্সটুডে/নিলয়/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।