দশদফা আন্দোলন বেগবান করতে এবার ঢাকায় ৪ দিনের পদযাত্রা করবে বিএনপি
(last modified Thu, 26 Jan 2023 12:04:11 GMT )
জানুয়ারি ২৬, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  • দশদফা আন্দোলন বেগবান করতে এবার ঢাকায় ৪ দিনের পদযাত্রা করবে বিএনপি

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য দশ দফা দাবি বাস্তবায়নে এবার রাজধানী ঢাকায় চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ  বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে গণতন্ত্র নাই মানুষের বাক স্বাধীনতা নাই। তাই গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে।

তিনি দাবী করেন, এরমধ্যে আন্দোলনে বিএনপির ১৫ জন নিহত হয়েছে। এদিকে এই ১০ দফা দাবি আদায়কে আরো সুসংহত করতে  রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ২৮ জানুয়ারি দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করা হবে। আর ৩১ জানুয়ারি দুপুর ২টায় গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গিয়ে পদযাত্রা শেষ হবে।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে। আর ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে ‌পদযাত্রা। #

 

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার /২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ