ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিল করুন: মির্জা ফখরুল
বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সকল অনৈতিক কাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে "অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক-দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের নীলনকশা" শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
'ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ' (ইউট্যাব) আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, পাঠ্যপুস্তকের কারিকুলামে মিথ্যা তথ্য দেয়ায় জাতির সামনে আসল সত্য বের হয়েছে। সরকার শিক্ষার মূল খোলস পরিবর্তন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের পরিবর্তনের ফলে শুধু শিক্ষানীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিলের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও হেলেন জেরিন খানের পরিচালনায় সভায় সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. শাহ শামীম আহমেদ।
এসময় পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম, অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক লুৎফর রহমান, গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাংবাদিক কাদের গণি চৌধুরী, শিক্ষক নেতা মো. জাকির হোসেন, অধ্যাপক মো. আল আমিন ও অধ্যাপক ড. শামসুল আলম সেলিম প্রমুখ বক্তব্য দেন। #
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।