অমর একুশে বইমেলা ২০২৩
প্রকাশনা শিল্পে কাগজের মূল্য সংকট সত্ত্বেও ছুটির দিনে গ্রন্থমেলায় ভিড়
'মেলা' শব্দটির সঙ্গে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্যসহ অনেক কিছু জড়িত। বিভিন্ন ধরনের মেলার মধ্যে বইমেলার আবেদন সম্পূর্ণ ভিন্ন। এর পৃষ্ঠপোষকরাও ভিন্ন মাত্রার দাবিদার। বইমেলা যেন চিত্ত জাগরণের রেনেসাঁ। বইপ্রেমী বাঙালি এক হয়ে যায় অমর একুশের গ্রন্থমেলায়।
একুশে বইমেলাকে কেন্দ্র করে লেখক, প্রকাশক ও পাঠকের যে মহাসম্মেলন হয়, তা অতুলনীয়। একটি মানসম্মত বই অনন্ত যৌবনা। বই কখনও পুরোনো হয় না। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসূত্রে বাঁধতে পারে কেবল বই। বইমেলার মূল উদ্দেশ্য লেখক ও পাঠকের মধ্যে যোগসূত্র তৈরি করা। একজন নতুন লেখকের বই যখন প্রকাশক প্রকাশ করেন আর পাঠক আগ্রহ নিয়ে কেনেন, তখন সেই নবীন লেখকের আত্মবিশ্বাস তাকে আরও ক্ষুরধার লিখনিতে উদ্বুদ্ধ করে। গুণী লেখকদের বই নতুন প্রজন্মের হাতে তুলে দিতেও বইমেলার অবদান অসামান্য। ছুটির দিনে তাই মেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বইটি সংগ্রহ করতে বইপ্রেমীদের কোনো অলসতা নেই।
তাইতো শত প্রাণের উদ্দীপ্ত উপস্থিতি আর নতুন বইয়ের ঘ্রাণে সরব হয়ে উঠেছে অমর একুশে বইমেলা ২০২৩। বইকে কেন্দ্র করে প্রাণের এই স্পন্দন আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। ভাষাশহীদদের স্মরণে বাংলা একাডেমির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান এবারও লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

মননশীল মানুষের সবচেয়ে কাছের বন্ধু বই। শিশু বিকাশ থেকে শুরু করে রান্নাবান্না, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ইসলামের সম্মৃদ্ধ ইতিহাস ঐতিহ্য, প্রবন্ধ- যেকোনো বই হতে পারে আমাদের নিত্যসঙ্গী।
তাই ভেবে হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, 'রুটি, মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়'। আসলে বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বাড়িয়ে তুলতে বইমেলার কোনো বিকল্প নেই।
কিন্তু সেই বইয়ের মূল্য বৃদ্ধিতে অনেকেই আছেন সংশয়ে। তাই তো কাগজের দাম কমানোর দাবি জানিয়েছেন লেখক ও শিক্ষক জাফর ইকবাল।
সময় প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ বলছেন, মেলার প্রথমদিকের দিনগুলোতে দর্শনার্থীই থাকেন বেশি। তবে শেষ দিকে হলেও বিক্রি বাড়বে বলে আশা এই প্রকাশকের। একটি মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে তরুণ প্রজন্মের হাতে অর্থ-বিত্ত নয়, বই তুলে দেয়ার দাবি সৃজনশীল এ মানুষগুলো।
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৪