তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত
(last modified Thu, 09 Feb 2023 13:58:34 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১৯:৫৮ Asia/Dhaka
  • তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত

তুরস্কে ভূমিকম্প দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করছে বাংলাদেশ থেকে পাঠানো ৬১ সদস্যের একটি দল। আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করবে এবং উদ্ধারকাজে অংশগ্রহণ করবে তারা। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল পাঠানোর বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এসব কথা বলেন। তিনি জানান, ভূমিকম্প আক্রান্ত এলাকায় খোঁজখবর রাখছে তুরস্কের বাংলাদেশ দূতাবাস। উদ্ধারকৃত দুই বাংলাদেশী শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দূতাবাস তাঁদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে। এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। #

পার্সটুডে/বাদশাহ রহমান /বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ