বিশ্ব বেতার দিবসে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের পুরস্কার বিতরণ
(last modified Tue, 14 Feb 2023 03:45:31 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৯:৪৫ Asia/Dhaka
  • বিশ্ব বেতার দিবসে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের পুরস্কার বিতরণ

'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' ঢাকায় বেতার ভবন প্রাঙ্গনে রেডিও তেহরানে চিঠি লেখা প্রতিযোগিতা ও ফিফা বিশ্বকাপ কুইজ বিজয়ী শ্রোতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে। ১২তম বিশ্ব বেতার দিবসে দেশের নানা প্রান্ত থেকে আসা শ্রোতাদের উপস্থিতিতে বাংলাদেশ বেতারের মূল অনুষ্ঠানের ফাঁকে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক আহসান হাবিব বাপ্পী এবং বেতার ভবনে কর্মরত ডিএক্সার এম. সবুজ মাহমুদ।

বিশেষ অতিথি জনাব আহসান হাবিব বাপ্পী বলেন, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ একটি সক্রিয় ও মননশীল শ্রোতা সংগঠন। রেডিও তেহরান ছাড়াও এটি সবধরনের শ্রোতাদের নিয়ে কাজ করে। আমি কিশোরগঞ্জে এ সংগঠনের কর্মতৎপরতা নিজে দেখে এসেছি।

তিনি আরো বলেন, আজকের এ পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়া আজকের দিনটিও চমৎকার। বিশ্ব বেতার দিবস এবং এ বছর এ দিবসের প্রতিপাদ্য হলো 'বেতার ও শান্তি'।

অপর বিশেষ অতিথি সবুজ মাহমুদ বলেন, আমি একসময় রেডিও তেহরানের মনিটর হিসেবে কাজ করেছি। তাই আজকের এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণে অংশগ্রহণ করে গৌরবান্বিত বোধ করছি। আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এভাবেই শ্রোতাদের পাশে থাকবে সে কামনাই করি।

সভাপতির ভাষণে জনাব মোঃ শাহাদত হোসেন বলেন, বিশ্ব বেতার দিবসে এবারের প্রতিপাদ্য হলো 'বেতার ও শান্তি'। আর রেডিও তেহরান বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। অন্যান্য বেতার কেন্দ্রগুলো যখন সাম্রাজ্যবাদী শক্তির অনুগত থেকে বিশ্বে অশান্তি বৃদ্ধির কারণ হয়ে উঠছে, সেখানে রেডিও তেহরান নিরপেক্ষ, সৎ ও নির্ভীক সংবাদ প্রচার করে শান্তি প্রতিষ্ঠায় উজ্জ্বল ভূমিকা রাখছে।

জনাব শাহাদত আরো বলেন, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ দেশের বিভিন্ন বেতার সংগঠনের সাথে মিলে বেতার ও শ্রোতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ভূমিকা রাখছে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে। মূলত মানবতাবোধ ও ইসলাম রক্ষায় রেডিও তেহরানের ভূমিকা অনন্য।

সংক্ষিপ্ত আলোচনা শেষে রেডিও তেহরানে চিঠি লেখা প্রতিযোগিতা ও ফিফা বিশ্বকাপ কুইজ বিজয়ী শ্রোতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণকারী শ্রোতারা হলেন- আবুল কালাম, নরসিংদী, এসটি তাইজুল ইসলাম, নরসিংদী, মো: রোমান সরদার, সাভার, ঢাকা, মোঃ রাসেল শিকদার, মাদারীপুর, মোঃ সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা, এস এম নাজিম উদ্দিন, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত (পক্ষে- বুলবুল সেখ), মোঃ সাগর মিয়া, কিশোরগঞ্জ, শামীম উদ্দিন শ্যামল, চাঁপাইনবাবগঞ্জ এবং হাফিজুর রহমান, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত (পক্ষে- বুলবুল সেখ)। সুদৃশ্য পুরস্কার পেয়ে উপস্থিত শ্রোতারা রেডিও তেহরান ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের ভূয়সী প্রশংসা করেন।#

 

 

বার্তা প্রেরক:

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।