'শ্রেষ্ঠ সংগঠক' পুরস্কার পেলেন রেডিও তেহরানের মনিটর শাহাদত হোসেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i119750-'শ্রেষ্ঠ_সংগঠক'_পুরস্কার_পেলেন_রেডিও_তেহরানের_মনিটর_শাহাদত_হোসেন
১২তম বিশ্ব বেতার দিবসে বাংলাদেশ বেতার কর্তৃক 'শ্রেষ্ঠ সংগঠক' পুরস্কার পেয়েছেন রেডিও তেহরানের বাংলাদেশ মনিটর মোঃ শাহাদত হোসেনসহ সাতজন শ্রোতা। জনাব শাহাদত হোসেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের প্রধান উপদেষ্টা ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হাতে মোঃ শাহাদত হোসেন
    শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হাতে মোঃ শাহাদত হোসেন

১২তম বিশ্ব বেতার দিবসে বাংলাদেশ বেতার কর্তৃক 'শ্রেষ্ঠ সংগঠক' পুরস্কার পেয়েছেন রেডিও তেহরানের বাংলাদেশ মনিটর মোঃ শাহাদত হোসেনসহ সাতজন শ্রোতা। জনাব শাহাদত হোসেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের প্রধান উপদেষ্টা ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঢাকায় বেতার ভবন প্রাঙ্গনে এক শ্রোতা সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বেতার। সারা দেশ থেকে কয়েকশ শ্রোতা এতে অংশগ্রহণ করেন। উক্ত শ্রোতা সম্মেলনে দেশের প্রথিতযশা সাতজন শ্রোতা সংগঠককে “শ্রেষ্ঠ সংগঠক” হিসেবে পুরস্কৃত করা হয়। 

'শ্রেষ্ঠ সংগঠক' হিসেবে পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- আলো আহমেদ, আবুল কাসেম, হোসাইন মুসা, শাহাদাত মেম্বার, আনার হোসেন ও দিদারুল ইকবাল। 

রেডিও তেহরানের মনিটর শাহাদত হোসেন 'শ্রেষ্ঠ সংগঠক' হিসেবে মনোনীত হওয়ায় কিশোরগঞ্জসহ সারা বাংলাদেশের শ্রোতারা খুবই খুশি। কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, শ্রেষ্ঠ শ্রোতা সংগঠক নির্বাচিত হওয়ায় শাহাদত স্যারকে অভিনন্দন জানাই। বেতার ও শ্রোতাদের উন্নয়নে স্যার নিরলসভাবে কাজ করেন, তাই এটি তাঁর প্রাপ্য ছিল।

বাংলাদেশ বেতারের শ্রোতা সম্মেলনে বক্তব্য রাখছেন মোঃ শাহাদত হোসেন

কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, স্যারের পুরস্কার পাওয়াতে আমরা দারুণ উৎফুল্ল। এটি কিশোরগঞ্জের গৌরব। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়া ও আজহারুল ইসলাম তামিম জানান যে, কোন প্রত্যাশা ছাড়া কাজ করলে যে পুরস্কার পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, এটি তারই দৃষ্টান্ত।

বেতার দিবসের বৈকালিক এক অনুষ্ঠানে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন ও সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয় “শ্রেষ্ঠ সংগঠক” হিসেবে পুরস্কার পাওয়ায় রেডিও তেহরানের মনিটর শাহাদত হোসেনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি সম্প্রতি রেডিও তেহরানেরও 'শ্রেষ্ঠ শ্রোতা' নির্বাচিত হয়েছেন। ভারতের পরিবার বন্ধু শর্টওয়েভ লিসেনার্স ক্লাব ২০২২ সালের সক্রিয় শ্রোতার তালিকা করেন এবং তাদের পুরস্কৃত করেন। তাতেও তিনি 'সক্রিয় শ্রোতা' হিসেবে মনোনীত হন।  

২০২২ সালে রেডিও তেহরান দুজন শ্রোতাকে শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে বিজয়ী করে। অপর শ্রেষ্ঠ শ্রোতা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এস এম নাজিম উদ্দিন।  এছাড়া ২০২১ ও ২০২০ সালেও তিনি রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হন। অর্থাৎ জনাব মোঃ শাহাদত হোসেন পর পর তিনবার রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন।

অপরদিকে রেডিও তেহরানের শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতায় মোঃ শাহাদত হোসেনের পরিচালিত আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ২০২১ ও ২০২২ সালে শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাব হিসেবে নির্বাচিত হয়।

বাংলাদেশ বেতারের “শ্রেষ্ঠ সংগঠক” হিসেবে পুরস্কার পওয়ায় জনাব শাহাদত হোসেন বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলীসহ সারা দেশের শ্রোতাদেরকে ধন্যবাদ জানান। বিশেষ করে কিশোরগঞ্জের সকল শ্রোতাবন্ধুর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মন কিশোরগঞ্জের সকল শ্রোতার, বাংলাদেশের সকল শ্রোতা বন্ধুর। কিশোরগঞ্জের শ্রোতা বন্ধুরা তাকে নানা সাংগঠনিক কাজে নিয়মিত ও আন্তরিকতার সাথে সহায়তা করে থাকেন।

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।