ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রীকে হঠানোই বিএনপির লক্ষ্য: কাদের
(last modified Mon, 06 Mar 2023 11:03:44 GMT )
মার্চ ০৬, ২০২৩ ১৭:০৩ Asia/Dhaka
  • ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রীকে হঠানোই বিএনপির লক্ষ্য: কাদের

নির্বাচনের আগে, সরকার বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে, রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, মিথ্যা ও গায়েবী মামলা, গ্রেপ্তার, ঘরে-ঘরে তল্লাশী এবং হয়রানি করে নির্যাতন-নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে সরকার। তারা দেশকে বিএনপি শূন্য করতে বেপরোয়া ভূমিকা নিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করতে, বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে, আওয়ামীলীগ আবারও পুরনো খেলায় মেতে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হঠানোই বিএনপির একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন। তাই তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। সোমবার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ের সভাকক্ষে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে এ কথা বলেন তিনি। বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, তারা রাজনৈতিক আন্দোলন করলে, রাজনৈতিক ভাবেই তা মোকাবিলা করা হবে। তবে সহিংস হলে, জনগণের জানমাল রক্ষায়, ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ