আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি দেশবিরোধী, বাতিলের দাবি মির্জা ফখরুলের
(last modified Thu, 09 Mar 2023 11:45:19 GMT )
মার্চ ০৯, ২০২৩ ১৭:৪৫ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ আমদানির যে চুক্তি করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। আজ (বৃহস্পতিবার) ঢাকার গুলশানে একটি হোটেলে ‘মহাবিপর্যয়ে বিদ্যুৎখাত: গভীর খাদে অর্থনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ আমদানির এ চুক্তি দেশবিরোধী, জনগণের স্বার্থবিরোধী এবং দূরভিসন্ধিমূলক। আদানির সঙ্গে যে চুক্তি হয়েছে পুরো বিষয়টি সরকার গোপন রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।  

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎখাত থেকে সবচেয়ে বেশি চুরি করার জন্য ফাঁদ পেতে এগুচ্ছে। তারা যা করে সেটা পরিকল্পিতভাবেই করে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট জায়েজ করার জন্য তারা এসব প্রোপাগান্ডা করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

গোলটেবিল আলোচনায় বেশ কিছু লিখিত সুপারিশ তুলে ধরা হয়। তার মধ্যে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন বাতিল করা, বিদ্যুৎ ও জ্বালানিখাতের সব দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং রেন্টাল/কুইক রেন্টাল কোম্পানির সঙ্গে চুক্তি নবায়ন বন্ধ/বাতিল করার সুপারিশ খুবই গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।# 

 

পার্সটুডে/এএইচ/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ