সরকারকে পদত্যাগের আহবান ফখরুলের;
দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: অ্যাডভোকেট কামরুল; ১৮ মার্চ সারাদেশে প্রতিবাদ সমাবেশ বিএনপির
কোন অবস্থাতেই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট কামরুল বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই, পরিষ্কার কথা তত্ত্বাবধায়ক সরকার হবে না। এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের মাটিতে আর কোন সন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ দেয়া হবে না।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আন্দোলনের ১০ দফা দাবি সরকারকে মেনে নিতেই হবে।
দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে যোগ দিয়ে ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের গাত্রদাহ হওয়ায় তারা উস্কানি দেয়ার চেষ্টা করছেন। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি। এসময় ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সারাদেশে মহানগরে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।