জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে: মন্তব্য আমির খসরুর
পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে সরকার: অভিযোগ ফখরুলের
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করতেই সরকার পরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে। এমন অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (রোববার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, প্রকৃত আসামিদের আড়াল করতে, গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনা কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছে বিএনপির তদন্ত প্রতিনিধি দল। তাদের দাবি, এটি রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিত ঘটনা। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে শাসক দলের একমাত্র প্রতিদ্বন্দ্বী দল বিএনপির ওপর দোষ চাপিয়ে আওয়ামী লীগ তাদের পূর্বের খেলা নতুন করে শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এর আগে গুলশানের একটি বাড়িতে, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা। এসময় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে ইইউ প্রতিনিধি দলকে জানান বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে আওয়ামী লীগ সরকার।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।