দেশে কোনো রাজনৈতিক সংকট নেই,সঙ্কট বিএনপিতে; তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i121008-দেশে_কোনো_রাজনৈতিক_সংকট_নেই_সঙ্কট_বিএনপিতে_তথ্যমন্ত্রী
বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই,তবে বিএনপির মধ্যে ভয়াবহ সংকট চলছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৩, ২০২৩ ১৬:৫২ Asia/Dhaka
  • দেশে কোনো রাজনৈতিক সংকট নেই,সঙ্কট বিএনপিতে; তথ্যমন্ত্রী

বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই,তবে বিএনপির মধ্যে ভয়াবহ সংকট চলছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে,পিআইডি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন শেষে,এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন,দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের সংকট রয়েছে,দলটিতে চেইন অব কমান্ডও নেই। তথ্যমন্ত্রী বলেন,বিএনপি  আন্দোলনের কথা বললেই,পেট্রোল বোমার আতংকে থাকেন জনগণ। তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই আসবে না জানিয়ে ডক্টর হাছান মাহমুদ বলেন,মধ্যাহ্ন ভোজের দাওয়াতে আওয়ামী লীগের প্রতিনিধিরা,মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। এদিকে, বিনা ওয়ারেন্টে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে, পুলিশকে অনুরোধ জানিয়েছেন দলটির নেতারা।

আজ দুপুরে, মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে, পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে বিএনপির তিন সদস্যদের প্রতিনিধি দল, এ অনুরোধ জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, আমানউল্লাহ আমান। তিনি বলেন,আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে, ২০১৪ ও ১৮ সালের মতো, এবারও বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এসময়  দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান//২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।