বিভিন্ন মার্কেটে ধারাবাহিক আগুনের ঘটনা নাশকতা না ভবনের ত্রুটি দায়ী?
https://parstoday.ir/bn/news/bangladesh-i121976-বিভিন্ন_মার্কেটে_ধারাবাহিক_আগুনের_ঘটনা_নাশকতা_না_ভবনের_ত্রুটি_দায়ী
বাংলাদেশের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই পুরান ঢাকার নবাবপুরে মার্কেটে আগুন। আবার নিউমার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা ঘটছে। তবে এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি কোনও নাশকতা?
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৫, ২০২৩ ১৭:০১ Asia/Dhaka

বাংলাদেশের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই পুরান ঢাকার নবাবপুরে মার্কেটে আগুন। আবার নিউমার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা ঘটছে। তবে এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি কোনও নাশকতা?

ঘনঘন অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। তিনি এসব ঘটনায় ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে নিউ মার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলা থেকে। বিষয়টি নাশকতা কিনা, খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি।

সাইফুল ইসলাম তার দোকান থেকে কাপড় বের করতে না পেরে হাউমাউ করে কাঁদছেন

এদিকে, মোটামুটি ঘণ্টা চারেকের আগুনে পুড়েছে নিউ সুপার মার্কেট। তাতেই সর্বনাশ যা হওয়ার হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্যবসায়ীরা মার্কেটের ভেতরে ঢুকে দেখছেন সব শেষ। যে কাপড়গুলো পোড়েনি সেগুলোও নষ্ট হয়েছে পানিতে ভিজে। দুপুরেও এই মার্কেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীরা নিজ নিজ দোকানে ঢুকে কাগজপত্র, টাকাপয়সা যা পাচ্ছেন বস্তায় ভরে বের করছেন।

তবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কেট খোলা হবে না বলে জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তিনি বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে। সব দোকান মালিকদের সঙ্গে নিয়ে আলোচনা করে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। সবার সাথে বসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে এমনভাবে ধারাবাহিক বিভিন্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)-এর সেক্রেটারি জেনারেল এম মাহমুদুর রশিদ বলেন, আগুনলাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে। তবে বিশ্লেষণ বলছে, যেসব ভবনগুলোতে আগুনের ঘটনা ঘটেছে সবগুলোই ছিল ভয়াবিহ ঝুঁকিপূর্ণ। একই সাথে ভবনগুলোর গঠন ত্রুটির কারণে আগুন নেভানো বেশ কষ্ট সাধ্য। তাই বেড়েছে এর ভয়াবহতাও। তাই এখনই সারা দেশেব্যাপী আগুন নিরোধ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ এই বিশ্লেষকের।#  

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৫