ফরমায়েশি রায়ে নেতা-কর্মীদের জেলে পাঠানো হচ্ছে: অভিযোগ ফখরুলের
আবারও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশে বিরাজমান স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। আজ (বুধবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। পরপর কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা, নতুন করে চিন্তায় ফেলেছে বলেও জানান তিনি।
কাদের বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, ২০০৬ এর মতো অস্বাভাবিক সরকার আনতে চায় বিএনপি, যা কোনো অবস্থায়ই মেনে নেয়া হবে না।
এদিকে, বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কোনরকম তদন্ত ছাড়াই যেকোন ঘটনায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।
আজ দুপুরে, গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল বলেন, সরকারের নানা অপকর্ম ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতেই, একের পর এক ইস্যু তৈরী করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে,ফরমায়েশি রায়ে বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হচ্ছে। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।