জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার) ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনে ও গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন এ সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। আওয়ামী লীগ আবারো বাকশালের ন্যায় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, সেই লক্ষ্যে তারা ২০১৪ সালের নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে, যেখানে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালেও আগের রাতে ভোট দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশ গ্রহণ করেনি।
বিএনপি কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিল পদে কোনো প্রার্থী থাকবে না বিএনপির।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবিধানিক পন্থা অনুসরণ করেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে কেউ কোন বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না।
সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ একথা বলেন। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।