স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার: অভিযোগ ফখরুলের
(last modified Thu, 04 May 2023 11:46:46 GMT )
মে ০৪, ২০২৩ ১৭:৪৬ Asia/Dhaka
  • স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার: অভিযোগ ফখরুলের

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের স্মরণভায়, তিনি একথা বলেন। স্বাধীনতাবিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনে দেয়া এমন বক্তব্য সমর্থন করে  ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। তাই তাদের বিষয়েও জনগনকে সতর্ক থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগে গুটিকয়েক মুক্তিযোদ্ধা রয়েছে, অন্যদিকে বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন তারা। এছাড়াও

নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। ডিজিটাল নিরাপত্তা আইনকে ক্ষমতায় থাকার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ তুলে ফখরুল আরো বলেন, নিজেদের রক্ষার জন্য ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করছে না সরকার।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের মন ছোট, তাদের রাজনীতি করা উচিত নয়।

তিনি বলেন, যারা ছোট মন নিয়ে রাজনীতি করেন, তারাই শেখ হাসিনার বিদেশ সফর নিয়ে সমালোচনা করছেন। সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমার সম্প্রীতি উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখে দেয়ারও আহবান জানান ওবায়দুল কাদের। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ