সরকার পতন আন্দোলনের সক্ষমতা বিএনপির নেই, তাই গলাবাজি করছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i123180-সরকার_পতন_আন্দোলনের_সক্ষমতা_বিএনপির_নেই_তাই_গলাবাজি_করছে_কাদের
বিএনপির যেকোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারকে পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে কোনো আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য তাদের নেই বলেই তারা গলাবাজি করছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৪, ২০২৩ ১৫:৪১ Asia/Dhaka
  • সরকার পতন আন্দোলনের সক্ষমতা বিএনপির নেই, তাই গলাবাজি করছে: কাদের

বিএনপির যেকোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারকে পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে কোনো আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য তাদের নেই বলেই তারা গলাবাজি করছে। 

আজ (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন,  আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষায় ঘরে বসে থাকবে না।

রুহুল কবীর রিজভী

এদিকে, বিরোধীদলকে দমন ও কণ্ঠরোধ করতে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় রিজভী দাবি করে বলেন, একটি ভয়ংকর অগণতান্ত্রিক নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। সরকার  আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করেছ বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতার বক্তব্য প্রকাশে বাঁধা দেয়ার আইন করেছে। কণ্ঠরোধ করার জন্য সরকার অনেক কালা কানুন তৈরি করেছে বলেও অভিযোগ করেন রুহুল কবীর রিজভী।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৪