বাংলাদেশ কূটনীতিতে একঘরে হয়ে পড়তে পারে,  আশঙ্কা মির্জা  ফখরুলের 
(last modified Tue, 16 May 2023 11:02:55 GMT )
মে ১৬, ২০২৩ ১৭:০২ Asia/Dhaka
  • বাংলাদেশ কূটনীতিতে একঘরে হয়ে পড়তে পারে,  আশঙ্কা মির্জা  ফখরুলের 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তিন দেশ সফরে উপযুক্ত প্রটোকল না পেয়ে দেশে কূটনীতিকদের নিরাপত্তা প্রটোকল বাতিল করেছেন। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার) দুপুরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন। কয়েকটি দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত প্রটোকল সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশ কূটনীতিতে একঘরে হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল বলেন, এরফলে আন্তর্জাতিকভাবে যে সমস্যার সৃষ্টি হবে, তার দুর্ভোগ দেশের জনগণকে পোহাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তার দীর্ঘ দিনের রেওয়াজ  হঠাৎ করে বাতিল করে দেওয়ার মানে হচ্ছে, সামথিং ইজ রং। এটা নিঃসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে বলেও মনে করেন ফখরুল।

ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, মির্জা ফখরুল মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন। তিনি বলেন, ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ। তাই জনগণের শক্তিকে বিশ্বাস করে আওয়ামী লীগ । জনগণ চাইলে আছি, না চাইলে নাই।#

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/১৬

ট্যাগ