সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির ২ দিনের কমর্সূচি ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i123340-সরকারের_পদত্যাগসহ_১০_দফা_দাবিতে_বিএনপির_২_দিনের_কমর্সূচি_ঘোষণা
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৮, ২০২৩ ১৫:৪৩ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার নিয়ন্ত্রিত আদালত, সরকারের আজ্ঞাবহ পুলিশের হয়রানি, গ্রেপ্তার, গায়েবি মামলা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী সকল মহানগরে ২৩ ও ২৮ মে পদযাত্রা পালন করবে দলটি। ১০ দফা দাবি বাস্তবায়নে এই দুদিনের কর্মসূচিতে রাজধানী ঢাকাকে আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন রিজভী।

২০১৪ ও ২০১৮ এর মতো ভোট চুরি করে এ সরকার আর ক্ষমতায় যেতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা।

ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লক্ষ্য যেকোনও উপায়ে ক্ষমতা দখল করা। তবে বিএনপির বিপরীতে আওয়ামী লীগের পথচলার শক্তি হলো শুধু জনগণ।

আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভাগ্যোন্নোয়নে শেখ হাসিনার নেয়া উন্নয়ন নীতি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছে। অথচ বিপরীত চিত্র হল বিএনপির, তাদের প্রধান হাতিয়ার ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য, গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৮