ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশি হামলা, অভিযোগ রিজভীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i123560-ওবায়দুল_কাদেরের_নির্দেশে_বিএনপির_পদযাত্রায়_পুলিশি_হামলা_অভিযোগ_রিজভীর
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রায় পুলিশি হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৪, ২০২৩ ১৭:০৬ Asia/Dhaka
  • বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
    বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রায় পুলিশি হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (বুধবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। এই সরকার বেশি বাড়াবাড়ি করলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতাদের বিএনপিকে প্রতিরোধ করার হুংকারের পর বিএনপির ওপর হামলা-মামলা-আটকের অভিযানে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ, র‌্যাব ও সোয়াট বাহিনী।

বর্তমান ক্ষমতাসীন সরকারকে মাফিয়া সরকার আখ্যা দিয়ে তিনি বলেছেন, এই সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওবায়দুল কাদের

এদিকে, ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির ১০ দফা বাস্তবায়নের আন্দোলন শিগগিরই এক দফায় পরিণত হবে। তিনি বলেন, এখনও হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু হয়নি। তবে খুব শিগগিরই ১০ দফা বাস্তবায়নে আন্দোলন তীব্র হবে,  যা শিগগির এক দফায় পরিণত হবে।

নোমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০১৮ সালের নির্বাচনে যেমন জনগণ ভোট দিতে পারেনি, এবারেও পারবে না। তাই এ স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার।

তবে ঢাকায় সেতু ভবনের এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির একদফার আন্দোলন ঘোষণা সন্দেহের জন্ম দিচ্ছে। কারণ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠিয়ে দিতেই একদফার নামে সংঘবদ্ধ হচ্ছে। এছাড়া, তারা রাজনৈতিক দলের নামে দেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। রাজশাহীতে তাদের নেতার বক্তব্যেই সেটি আবারো প্রমাণিত হয়েছে।  ##

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফু্র রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।