গণতন্ত্র উদ্ধারে বিএনপির আন্দোলন চূড়ান্ত পরিণতি পেতে যাচ্ছে: মির্জা ফখরুল
(last modified Sat, 03 Jun 2023 11:24:24 GMT )
জুন ০৩, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের এবংমির্জা ফখরুল
    ওবায়দুল কাদের এবংমির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ভিত্তিক বই মেলা ও চিত্র প্রদর্শনীর এ অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দেশব্যাপী যে গণমানুষের লড়াই-সংগ্রাম শুরু হয়েছিল, তা এখন তীব্র গতিতে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ১৭ জন মানুষ রাজপথে বুকের রক্ত দিয়েছে। লাখ-লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গুম হয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগের ভোট চুরির রাজনীতির কারনে এদের কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। বিশ্ব জানে এই সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আশা করা যায় না। তাই এদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে চূড়ান্ত লক্ষ্য তা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকারের জন্য একটা সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজন। 

তিনি বলেন, জিয়াউর রহমান সত্যিই দেশের অগ্রদূত হয়ে জন্ম নিয়েছিলেন। যখনই ক্রান্তিকাল দেখা দিয়েছে তখনই তিনি মানুষের হয়ে বেরিয়ে এসেছেন। জাতি যখন দিক হারিয়ে ফেলেছিলেন, তখনই তিনি মানুষের জন্য অগ্রনায়ক হয়ে এসেছেন। সেটা হলো ৭৫ পরবর্তী সময়। যখন দেশের মধ্যে অরাজকতা চলছিল। সেদিন এই অখ্যাত মানুষটিই দায়িত্ব নিয়ে দেশের কাজে নেমে পড়েছিলেন বলে জানান মির্জা ফখরুল।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতিবাজ একটি দল, তাদের সময়ে হাজার কোটি টাকার দুর্নীতির অপরাধে বিশ্বচ্যাম্পিয়ান হয়েছিল দেশ। আজ তারা দেশের অর্থনীতি নিয়ে কথা বলে, এটা তাদের মুখে সাজে না।

ওবায়দুল কাদের বলেন,  যাদের অর্থনীতিই ছিল লুটপাটের, সেই বিএনপি এই বাজেটকে লুটপাটের বাজেট বলে কী করে? তাদের সময়ে কী পরিমাণ বাজেট ছিল? আজ তা (সেই পরিমাণে) কি হয়েছে? আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দাবী করে বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট হয়েছে এবারের বাজেট।  আজ শনিবার  ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক সংকট সমাধানে অস্থির অবস্থা। পানি নিয়েও বিশ্বযুদ্ধের পরিস্থিতি। এসব বিবেচনায় অনেক চিন্তা করে এবারের বাজেট করা হয়েছে। বিরোধীদল শুধু সমালোচনা আর বিরোধিতা করে, কিন্তু ভালো কোনো পরামর্শ দিতে পারে না। তারা তো গতানুগতিক ধারায় কথা বলে।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ