লোডশেডিংয়ের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি করবে বিএনপি : রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i124072-লোডশেডিংয়ের_প্রতিবাদে_দেশব্যাপী_অবস্থান_কর্মসূচি_করবে_বিএনপি_রিজভী
দেশব্যাপী চলমান অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka
  • লোডশেডিংয়ের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি করবে বিএনপি : রিজভী

দেশব্যাপী চলমান অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি জানান,  দেশের সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। রিজভী বলেন, অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়া হবে। বিএনপি নেতা রিজভী বলেন, সরকার বুঝে গেছে তারা চরম সংকটে পড়েছে। তাই  প্রায়শই তারা অসংলগ্ন কথাবার্তা বলছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরো বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনসহ মানবাধিকার, ন্যায়বিচার, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও হারানো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পক্ষে কথা বলায় বিদেশি রাষ্ট্রদূতদের হুমকি-ধামকিও দিচ্ছেন সরকারের মন্ত্রী-এমপিরা।

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাঙ্ক্ষিত স্যাংশন না পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রলাপ বকছেন। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তারা প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।  আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ ও সরকার ভীত নয়। কারণ দলটি সর্বদা সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। যদি এই ভিসানীতি যথাযথভাবে প্রয়োগ হয়, তাহলে বিএনপি নেতাকর্মীদের এর আওতায় আসার আশঙ্কা রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/বাদশাহ রহমান/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।