দেশে এখনো বাড়ছে শিশু শ্রম; পরিস্থিতিকে ভয়াবহ বলছেন বিশেষজ্ঞরা
(last modified Mon, 12 Jun 2023 12:20:18 GMT )
জুন ১২, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ সমীক্ষা পথ শিশু জরিপ-২০২২ অনুযায়ী, ৯০ শতাংশ ছিন্নমূল শিশু শ্রমে জড়িত। ছেলেদের মধ্যে ৯২ শতাংশ এবং মেয়েদের মধ্যে ৮৪ শতাংশ বিভিন্ন কাজে জড়িত। সমীক্ষার তথ্য বলছে, প্রতি ৫ জনে একজন ছিন্নমূল শিশু ভাঙারি সামগ্রী সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এরপর সবচেয়ে বেশি জড়িত আছে ভিক্ষাবৃত্তিতে।

এছাড়া ১৫ শতাংশ শিশু দোকান, রেস্তোরাঁ, চায়ের দোকানে কাজ করে এবং ৯ শতাংশ শিশু পথেঘাটে ফেরি করে বেড়ায়।

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। সবার জন্য সামাজিক ন্যায়বিচার, শিশুশ্রম বন্ধ করি প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুশ্রম একটি প্রকট সমস্যা। উন্নয়নশীল দেশ হিসেবে বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠিকে লড়াই করে বাঁচতে হয়। সরকারি জরিপ অনুযায়ী, বাংলাদেশে শিশুশ্রমজীবীর সংখ্যা ৭৯ লাখ। এদের মধ্যে ৬৪ লাখ গ্রামাঞ্চলে এবং বাকি ১৫ লাখ শহরে বিভিন্ন কাজে নিয়োজিত। এসব শ্রমিকের মধ্যে ৪৫ লাখ শিশুশ্রমজীবী ঝুঁকিপূর্ণ কাজে জড়িত।

বিভিন্ন গবেষনা তথ্য বলছে, ছিন্নমূল শিশুরা কুলির কাজ, পরিবহন শ্রমিকের কাজ, গাড়ি মেরামত, কলকারখানা, গৃহকর্মী, পানি বিক্রি, ফুল বিক্রি, নির্মাণ কাজ, গাড়ি ধোয়া, ময়লা সংগ্রহ এবং টয়লেট পরিষ্কারসহ নানা কাজে নিয়োজিত আছে। এছাড়া দারিদ্রের কারণে নানা ধরনের অপরাধেও জড়িয়ে যাচ্ছে এসব ছিন্নমূল শিশুরা।

অর্ধেকের বেশি শিশু এই বয়সে কাজ করাটা পছন্দ না করলেও পরিবার চালাতে করতে হচ্ছে বাধ্য হয়েই। দেশের মোট ছিন্নমূল শিশুর ৩৭ দশমিক ৮ শতাংশ দরিদ্রতার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পথেই আশ্রয় নিয়েছে। ১৫ দশমিক ৪ শতাংশ বাবা-মা শহরে আসার কারণে এবং ১২ দশমিক ১ শতাংশ কাজের সন্ধানে বাড়ি ছেড়ে শহরে এসে পথেই ঠাঁই পেয়েছে। এসব ছিন্নমূল শিশুদের  ৬৪ শতাংশই বাড়ি ফিরতে চায় না পারিবারিক অশান্তি ও দারিদ্রতার কারনে। আবার অন্যদিকে শিশুদের ৭৯ শতাংশের বেশি স্বাধীনতা না থাকার কারণে পুনর্বাসন কেন্দ্রে থাকতে চায় না বলেও জানিয়েছে।

এবিষয়ে , ইউনিসেফের সাবেক আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট  ও শিশু অধিকার বিশেষজ্ঞ মোহাম্মদ মহসীনের  মতে, শিশুশ্রম বন্ধে অনেকে কাজ করলেও সমন্বয়হীনতার কারণে ছিন্নমূল শিশুদের মূলধারায় নিয়ে আসা যাচ্ছে না। দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশু এরমধ্যে ১৫ শতাংশ হচ্ছে সুবিধাবঞ্চিত শিশু। বাংলাদেশ শিশু আইন ১৩ এর ৮৯ অনুচ্ছেদে ১৬টি ক্যাটাগরিতে সুবিধাবঞ্চিত শিশুর কথা বলেছে।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, বাংলাদেশে চাইল্ড পলিসি আছে। কিন্তু ছিন্নমূল শিশুদের জন্য কোনও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই। কিছু শেল্টার হোম আছে। কিন্তু সারা দেশে এগুলো বড় বড় শহরের মধ্যে সীমাবদ্ধ। কিছু কিছু কার্যক্রম থাকলেও জাতীয় পর্যায়ে কোনও কৌশল নেই ছিন্নমূল শিশুদের জন্য। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।