বিএনপির পদযাত্রাপূর্বক সমাবেশ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না হলে, মানুষের ভোটের অধিকার ফিরবে না: ফখরুল
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করো, লোডশেডিং মুক্ত রাখো, নিত্যপণ্যের মূল্য কমাও, নইলে গদি ছেড়ে দাও বলে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তারেক রহমানকে নির্যাতন করে তাকে অচল করে দেয়া হয়েছিল। এছাড়াও সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে খুন গুম করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের মানুষের ভোটের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে আজ সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। নইলে এই ফ্যাসিষ্ট সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ, তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা চালু না হলে কোন ভাবেই দেশের মানুষের ভোটের অধিকার ফিরবে না বলেও মন্তব্য করেন ফখরুল।
বিদ্যুৎ খাতে দুর্নীতি, লোডশেডিং ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি।
পদযাত্রা পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, তানভীর আহমেদ রবিন, ইউনূস মৃধা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয়েছে পদযাত্রা। রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে ধোলাইপাড় গিয়ে শেষ হবে এ পদযাত্রা।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।