নির্বাচন বানচালে লবিষ্ট নিয়োগে ব্যস্ত বিএনপি: মন্তব্য কাদেরের
নির্বাচনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় প্রশাসনে রদবদল করছে সরকার: অভিযোগ ফখরুলের
পুরনো বিভিন্ন মামলায় তড়িঘরি করে রায় দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘায়েল করতে মাঠে নেমেছে ক্ষমতাসীন সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, লড়াই শুরু হয়ে গেছে। কারণ প্রতিপক্ষ খুন, গুম করতে দ্বিধা করে না। রাষ্ট্রযন্ত্রকে হাতে নিয়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কোথাও গিয়ে বিচার পাবেন না। তাই এই ব্যবস্থা দূর করতে হবে। এজন্যই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ কখনো ভিন্নমত সহ্য করতে পারে না দাবি করে মির্জা ফখরুল বলেন সরকার এখন ছদ্মবেশি বাকশাল কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগ তাদের মতো নির্বাচন শুরু করে দিয়েছে অভিযোগ করে, বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রশাসন ও পুলিশের বিভিন্ন পদে তারা রদবদল শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায়, সবাইকে রাস্তা নেমে আসার আহবান জানান বিএনপি মহাসচিব।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মির্জা ফখরুলের বক্তব্যর সমালোচনা করে বলেছেন, একজন রাজনীতিবিদের মুখের ভাষা এতটা জঘন্য কিভাবে হতে পারে। নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ‘অশোভন ভাষায়’ মন্তব্য করেছে দাবী করে ওই বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গেল ১৪ জনু চট্টগ্রামের কাজির দেউড়িতে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিব বলেছেন, আমেরিকার স্যাংশনে সরকারের হাঁটু কাঁপতে শুরু করেছে। আর এবার যদি কুত্তা মার্কা নির্বাচন করো (শেখ হাসিনা), তোমার রেহাই নেই।
এই বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের কি বিশ্রী মন্তব্য! বিষাক্ত কথা!
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও টাকার অভাব নেই, তারা আসন্ন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে ব্যস্ত। তারা লবিষ্ট নিয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।