বিদেশীরাই বাংলাদেশের খবর নিতে বিএনপির কাছে আসে : দাবী ফখরুলের
বিএনপি নালিশ করতে বিদেশীদের কাছে যায় : মন্তব্য ওবায়দুল কাদেরের
বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তাদের দাওয়াতে আওয়ামীলীগও দুই-একবার গিয়েছে, তবে কখনো দেশের বিরুদ্ধে তারা নালিশ করেন নি বলে দাবী করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামীলীগ নালিশের রাজনীতি করে না। মানুষ নির্বাচনে আগ্রহ হারাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০ শতাংশও ভোট পড়ে না। গাজীপুরে ৪৮ শতাংশ ভোট পড়েছে। যারা বলেন যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা তাদের জন্য উদাহরণ। এই উপস্থিতিকে কম বলার সুযোগ নেই।
ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য বাইডেন-মোদির সংলাপের দিকে তাকিয়ে আছেন কিনা? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারো দিকে তাকিয়ে নেই আমরা, কারন আমাদের জনগণ আছে, তাদের দিকে তাকিয়ে আছে আওয়ামীলীগ। বিদেশিরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে পারে, তবে তারা ক্ষমতায় বসিয়ে দেবে এটি তিনি বিশ্বাস করেন না বলে জানান ওবায়দুল কাদের। এদিকে, বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরাই তাদের কাছে আসে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদেশীরা তাদের কাছে জানতে চায়, দেশ কীভাবে চলছে? তোমরা কি বলতে চাও।
আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বইয়ের মোড়ক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আমরাও ভিসা নীতি তৈরি করব- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এর কি উত্তর দেব? আপনারাও ভিসা নীতি করেন দেখি। মূল কথা হচ্ছে জাতি চরম বিপদে আছে, তার থেকে উদ্ধার করতে হবে। এবার আর মানুষকে বোকা বানাতে পারবেন না বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রাখাল বালক আর বাঘের কথা আমাদের মনে আছে? এবার আর রাখাল বালকের কথায় কেউ যাবে না, মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই। রাজপথে তার ফায়সালা হবে। ##
পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।