নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতাদের ওপর গোয়েন্দা সংস্থার চাপ: দাবী মির্জা ফখরুলের
(last modified Thu, 22 Jun 2023 12:11:22 GMT )
জুন ২২, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • মির্জা ফখরুল
    মির্জা ফখরুল

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয় যারা বিগত সময়ের সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদেরও তুলে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, নেতাদের তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে অংশ নেয়ার জন্য চাপ দিচ্ছে গোয়েন্দা সংস্থা। এছাড়াও  বিএনপি এবং অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদের ছাড়া হচ্ছে না। জামিনে বের হলেও, আবার আটকে দেয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এটা একটা ভয়াবহ দমননীতি চালাচ্ছে সরকার।

২০১৮ সালের নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করে নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা এখন আবার শুরু হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকার অন্যান্য দেশগুলো নিয়ে যে মন্তব্য করেছে এতে বাংলাদেশ ভূরাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কথাবার্তা তো দায়িত্বশীল নেতারা  কোনভাবেই বলতে পারেন না। 

জনগণ তাদের আর গ্রহণ করবে না বুঝতে পেরেই সরকার এমন আচরন করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা যাবে কি না সে প্রশ্নও তোলেন তিনি। মির্জা ফখরুল আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে জড়িতদের উদ্দেশে বলেন, নিজেকে অসাংবিধানিক কাজের সঙ্গে জড়িত করবেন না। জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। এই দেশের মানুষ বরাবরই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের অধিকার আদায় করে নিয়েছে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২২

  বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ