'সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট'
সংকট জিইয়ে রাখছে সরকার- ফখরুল, শিষ্টাচারের সীমা ছাড়িয়েছে বিএনপি-কাদের
প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতিতে বিএনপি শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতাদের নেতিবাচক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,জনগণ আনন্দে থাকুক,নিরাপদে থাকুক বিএনপি সেটা চায় না।
তিনি অভিযোগ করে বলেন,মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।বৈরি আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন।কোনো দুর্ভোগ-দুর্যোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুখে মুখে জামায়াত বিরোধিতার ধোঁয়া তুললেও তাদের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ফখরুল দাবী করেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে তারা দেখতে চায় না। সরকার নিজেরাই রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এজন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলেও অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করে আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। আন্দোলনের একটা ধাপ আছে কখনও এটা ওঠে কখনও নামে। বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক বছরে প্রমাণ হয়েছে, বিএনপি সহিংসতা করে না। ভায়োলেন্সটা করে সরকারি দলের লোকেরাই এবং এজেন্সিগুলো। #
পার্সটুডে/বাদশাহ রহমান
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।