জুলাই ০১, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • জামায়াত বিএনপির বি টিম, জন্মলগ্ন থেকেই সম্পর্ক: মন্তব্য কাদেরের

জন্মলগ্ন থেকেই বিএনপি জামায়াত ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর ঐতিহ্যগতভাবেই গোলাম আযমের দল জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র।আজ শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি নাগরিক গোলাম আযমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। আর বেগম খালেদা জিয়া গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছেন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি জামায়াতের সঙ্গে একাকার হয়ে সরকার গঠন করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ করেছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের।জামায়াতে ইসলামীকে বিএনপির বি-টিম বলেও মন্তব্য করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

এদিকে,বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় ব্যর্থ হয়ে সরকারের মন্ত্রীরা বিভিন্ন ধরনের বক্তব্যে ব্যস্ত। আজ শনিবার বিএনপি দলীয় কার্যালয়ে এক কর্মসুচীতে অংশ নিয়ে, এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকারের বাজেট বাড়লেও সাধারণ মানুষের কোনো কাজে আসেনি, দেশে খাদ্যের দাম লাগামহীন। এসময় বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষ কষ্টে আছে মন্তব্য করে রিজভী বলেন,সরকারই এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।#

পার্সটুডে/বাদশাহ রহমান/ বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ