নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্রে ব্যস্ত বিএনপি: অভিযোগ ওবায়দুল কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i125818-নির্বাচন_ভন্ডুলের_ষড়যন্ত্রে_ব্যস্ত_বিএনপি_অভিযোগ_ওবায়দুল_কাদেরের
বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka
  • নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্রে ব্যস্ত বিএনপি: অভিযোগ ওবায়দুল কাদেরের

বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ  শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ সব কথা বলেন। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দেয়া হবে না। ওবায়দুল কাদের জানান, সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্নসমর্পণ করবে না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক, তাদের তৎপরতার কাছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনো পরাজিত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি সংবিধানের চরম লংঘন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে কুড়িগ্রামে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খাঁচায় বন্দি সিংহ, আর পা ভাঙা বাঘ। শুধু গর্জন করতে পারে,আর কিছু করতে পারে না।

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকার, সেটি শুধু পাকিস্তানে আছে। তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ, অনুকরণ করে? এদিকে, নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানানও ড. হাছান মাহমুদ।

এদিকে,আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামাত নির্বাচন করতে চায়না। তারা চায় কেউ তাদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আইন মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের অধীনেই এই নির্বাচন কমিশনের দায়িত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। #

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/২১