জননিরাপত্তায় নয়, সরকার নিজেদের নিরাপত্তায় সাইবার আইন করছে: সুজন
https://parstoday.ir/bn/news/bangladesh-i127488-জননিরাপত্তায়_নয়_সরকার_নিজেদের_নিরাপত্তায়_সাইবার_আইন_করছে_সুজন
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গেল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ৩০, ২০২৩ ১৫:০৬ Asia/Dhaka

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গেল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয় ঐ বৈঠকে।

তবে সংশ্লিষ্ট অংশীজনের মতামত ছাড়া এ আইনের ড্রাফট মন্ত্রিসভা অনুমোদন করায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আনিসুল হক

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে অংশীজনের মতামত নেয়া হবে। সেপ্টেম্বর মাসের ৩ তারিখে সংসদ ডাকা হয়েছে।  আইনটি যাতে সংসদে যেতে পারে, সেজন্য এটির বিষয়ে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নেয়া হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে অবশ্যই অংশীজনদের ডেকে আলাপ-আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

বদিউল আলম মজুমদার

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নিজেদের নিরাপত্তার জন্য আইন করেছে ক্ষমতাসীন দলের সরকার। এটা জননিরাপত্তায় নয় জনগনকে দমন করতে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সুজন সম্পাদক।

ইলিয়াস খান

আর জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেছেন, সাংবাদিকদের যে আইনে সবচেয়ে বেশি নিপীড়ন সইতে হয়েছে সেই কালো আইনকে ধোয়া-মোছার নামে নতুন করে একই মোড়কে আনা হচ্ছে। এখানেও রয়েছে নানা ফন্দি-ফিকির। এসব জনবিরোধী কাজ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৩০