সংশোধিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, সেপ্টেম্বরে সংসদে বিল উত্থাপন
https://parstoday.ir/bn/news/bangladesh-i126532-সংশোধিত_হচ্ছে_ডিজিটাল_নিরাপত্তা_আইন_সেপ্টেম্বরে_সংসদে_বিল_উত্থাপন
অবশেষে বহুল আলোচিত ও বির্তকিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নিল সরকার। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিল হিসেবে এটি উত্থাপন করা হবে। আইনটির পরিবর্তিত নাম হবে 'সাইবার সিকিউরিটি আইন'।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৭, ২০২৩ ১৬:৪৬ Asia/Dhaka
  • সংশোধিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, সেপ্টেম্বরে সংসদে বিল উত্থাপন

অবশেষে বহুল আলোচিত ও বির্তকিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নিল সরকার। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিল হিসেবে এটি উত্থাপন করা হবে। আইনটির পরিবর্তিত নাম হবে 'সাইবার সিকিউরিটি আইন'।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ (সোমবার) তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, অজামিনযোগ্য কিছু ধারাকে সংশোধন করে জামিনযোগ্য করা হয়েছে এবং কয়েকটি ধারায় শাস্তি কমানো হয়েছে।

আইনমন্ত্রী জানান, আইনের ২১ ধারায় অপরাধের শাস্তি ১০ বছরের পরিবর্তে ৭ বছর। কোন সাজা দ্বিতীয়বার হলে বেশি শাস্তি না দেয়া। ২৯ ধারায় সর্বোচ্চ জরিমানা ২৫ লাখ টাকা এবং ৩৩ ধারায় নতুন বিষয় হ্যাকিংয়ের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

এদিকে, বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নিলেও এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না। মামলাগুলোর বিচার আগের আইনেই চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ দুপুরে সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৭