মহাপরিকল্পনায় আটকে আছে পর্যটন সম্প্রসারণ: বিদেশি পর্যটক আসার হার নিম্নমুখী
https://parstoday.ir/bn/news/bangladesh-i128640-মহাপরিকল্পনায়_আটকে_আছে_পর্যটন_সম্প্রসারণ_বিদেশি_পর্যটক_আসার_হার_নিম্নমুখী
বিশ্ব পর্যটন দিবস আজ। ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষ্যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে বসছে ৭ দিনের পর্যটন মেলা। যে কারণে হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউজগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রেস্টুরেন্টগুলোতেও খাবারে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৯:২৮ Asia/Dhaka

বিশ্ব পর্যটন দিবস আজ। ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষ্যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে বসছে ৭ দিনের পর্যটন মেলা। যে কারণে হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউজগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রেস্টুরেন্টগুলোতেও খাবারে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।

উৎসব আয়োজনে বিশ্ব দরবারে কক্সবাজারকে উপস্থাপন, পরিবেশ বান্ধব বিনিয়োগসহ নানা উপলক্ষ রয়েছে আয়োজকদের। কক্সবাজারে পর্যটন শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করার লক্ষ্যে, আজ থেকে ৩ অক্টোবর পর্যন্ত লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে 'দ্বিতীয় বীচ কার্নিভাল' যা বিশ্বদরবারে বাংলাদেশের পর্যটনকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা পর্যটন খাত সংশ্লিষ্টদের।

বাংলাদেশর বিভিন্ন দর্শনীয় স্থানসমুহকে ভিন্নভাবে উপস্থাপন করা গেলে, বেশি পরিমাণ বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব বলে মনে করেন কথা সাহিত্যিক ড. আজাদ বুলবুল। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ চলছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

অন্যদিকে সূর্যোদয়ের নগরী কুয়াকাটার পর্যটন উন্নয়নের বিনিয়োগ আটকে আছে মাষ্টারপ্লান জটিলতায়। অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ন এবং অব্যাহত ভাঙনে জৌলুস হারাচ্ছে কুয়াকাটা।

কুয়াকাটা সমুদ্র বন্দর

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে পরিকল্পিত পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে, দীর্ঘ সমীক্ষার পর ২০১৪ সালে প্রণয়ন করা হয়,একটি মাষ্টারপ্লান। কিন্তু নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি ওই প্রকল্প। ফলে অপিরকল্পিতভাবে গড়ে উঠছে নানা স্থাপনা। বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগসহ জমির ক্রয় বিক্রয়। দর্শনীয় স্থানগুলোর সঙ্গে এখনো গড়ে ওঠেনি উন্নত সড়ক যোগাযোগ। তৈরি হয়নি ফাইভ স্টার মানের হোটেল মোটেলও।

তবে, কুয়াকাটাকে আধুনিক এবং পরিকল্পিত পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে শিগগিরই নতুন মাষ্টারপ্লান গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন উপেজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

এদিকে, বাংলাদেশের পর্যটনের অনেক স্পট থাকার পরেও বিদেশি পর্যটক না আসার পেছনে নানা কারণ তুলে ধরে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করার পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী জাবেদ আহমেদ।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৭