জনসমর্থন কমছে বিএনপির, হতাশ দলের নেতারা: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i129012-জনসমর্থন_কমছে_বিএনপির_হতাশ_দলের_নেতারা_তথ্যমন্ত্রী
বিএনপি নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন,নির্বাচনকে বাঁধাগ্রস্থ করে দেশের গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করার পথে হাঁটছে বিএনপি। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০৬, ২০২৩ ১৯:২৪ Asia/Dhaka
  • জনসমর্থন কমছে বিএনপির, হতাশ দলের নেতারা: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন,নির্বাচনকে বাঁধাগ্রস্থ করে দেশের গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করার পথে হাঁটছে বিএনপি। 


আজ  শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত একুশে পত্রিকা ও আজকের সকাল-সন্ধ্যা পত্রিকার সদ্য প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন,এদেশ যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।কেউ নির্বাচনকে বাঁধা দেয়ার অপচেষ্টা চালালে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। বিদেশীরাও নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার প্রক্রিয়া সমর্থন করে না।

তথ্যমন্ত্রী বলেন,বিএনপির আন্দোলনে জনগণ নেই তাই তারা হতাশ। বিএনপি অনেক আশা করেছিল বিদেশীরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে,সে আশায়ও গুঁড়ে বালি। কারন ইদানিং তারা দেখছে তাদের কর্মসূচিতে লোকসমাগম হচ্ছে না, এতে তারা দিনে দিনে হতাশ হয়ে পড়ছে। তারা বিভিন্ন আল্টিমেটাম দিয়েও ব্যর্থ বলে মন্তব্য করেন তথ্য মন্ত্রী। #

 পার্সটুডে/ বাদশাহ রহমান/০৬