জাতিসংঘ অধিবেশন ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন
সুষ্ঠু নির্বাচন নিয়ে মাতামাতি সন্দেহজনক: শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং দেশের উন্নয়ন অগ্রগতি করার পরেও এধরনের আচরণে সন্দেহ হয়।
আজ শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশগ্রহণ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন,আজ বাংলাদেশের মানুষ যতটুকু পাচ্ছে, সেটা আওয়ামী লীগ এবং আমরা ক্ষমতায় আসার কল্যাণে। এখন এত প্রশ্ন আসে কেন ? দেশের যতটা উন্নতি হয়েছে সেটা আওয়ামীলীগের হাত ধরেই। এটাকে এখন কীভাবে নষ্ট করা যায়, সে বিষয়ে কেউ কেউ অতি তৎপর হয়ে উঠছেন বলেও সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জি-২০ সম্মেলন থেকে ‘প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন’, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন,বিএনপি যা বলে তার সবই মিথ্যা’ মিথ্যা কথায় কেউ কান দেবেন না। মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। ইলেকশনের পরে, যদি আসতে পারি আবার করবো। তারপর দেখি কে সাহস পায় নিতে…ক্ষমতায় আসতে। সব গুছিয়ে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা। পাকা পাকা কথা শুনতে হয়। আমি তো শুনতে রাজি না।
রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন,সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোনো কথা বলেনি । তিনি বলেছেন,তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমার মনে পড়ে না, এ ধরনের কোনো কথা হয়নি। কেউ জিজ্ঞেসও করেনি। ২০০৭ এ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে অভিজ্ঞতা,এরপর এটা কেউ চায়? আর জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ সামগ্রিক বিবেচনায় সফল বলেও দাবী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #
পার্সটুডে/বাদশাহ রহমান/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।