সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায় সরকারের : সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i129052-সুষ্ঠু_নির্বাচন_অনুষ্ঠানের_দায়_সরকারের_সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ১৮:৪৪ Asia/Dhaka
  • সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায় সরকারের : সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ওপর নির্ভর করতে হবে। এসময়ে তিনি মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। নির্বাচনের প্রস্তুতি কতটা হয়েছে, কোনোরকম ঘাটতি রয়েছে কি না সে বিষয়ে খোলামেলা আলোচনা করব।

সিইসি বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করতে আপনাদেরও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয়, সে বিষয়ে আপনারা আরো সতর্ক থাকবেন। 

কাজী হাবিবুল আউয়াল বলেন,  আগামী সাধারণ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনোরকম ঘাটতি থাকবে না। আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না।

এদিকে, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে, মাঠ কর্মকর্তাদের এখন থেকেই আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে, সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।