রেল নেটওয়ার্কে রাজধানীর সঙ্গে যুক্ত হল দেশের দক্ষিণাঞ্চল, আরো উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
(last modified Tue, 10 Oct 2023 13:01:08 GMT )
অক্টোবর ১০, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka
  • রেল নেটওয়ার্কে রাজধানীর সঙ্গে যুক্ত হল দেশের দক্ষিণাঞ্চল, আরো উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। এর মধ্য দিয়ে রাজধানীর সাথে নিরবচ্ছিন্ন রেল নেটওয়ার্কে সংযুক্ত হলো বাংলাদেশের দক্ষিণ জনপদ। প্রথম ট্রেনযাত্রী হিসেবে, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তিতেই বাংলাদেশ করে দেখিয়েছে আমরা পারি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচলের উদ্বোধন উপলক্ষে, মাওয়া রেলস্টেশনের পাশে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, জনগণের শক্তিতেই বাংলাদেশ করে দেখিয়েছে আমরা পারি। তিনি বলেন, সড়কের পর এবার রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে ঐতিহাসিক পূর্ণতা পেল গর্বের পদ্মা সেতু। দক্ষিণ জনপদ সংযুক্ত হলো রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন রেল নেটওয়ার্কে।

এসময় পদ্মা সেতু হয়ে রেলপথে পায়রা বন্দর ব্যবহারসহ ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে সংযুক্তির কথা জানান প্রধানমন্ত্রী।

এরপর মাওয়া রেলস্টেশন থেকে প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই ট্রেনে সফর করে ভাঙ্গা জংশন স্টেশন পর্যন্ত।

পদ্মা সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন শেষে, ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে আবার ক্ষমতায় আসলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। 

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের হাত ধরে দেশের এতো উন্নয়ন হয়েছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, খুনি ও দুর্নীতিবাজদের দল বিএনপির চরিত্রই হলো দেশকে ধ্বংস করা। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে সজাগ থাকতে হবে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ