বিএনপি-জামায়াত ‘পাল্টায়নি’: কূটনীতিকদের বললেন পররাষ্ট্রমন্ত্রী
-
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের তিন মন্ত্রী ও এক উপদেষ্টা।
আজ সোমবার বিকাল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আনুষ্ঠানিক ব্রিফিং শুরু হয়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর যা ঘটেছে তাতে মর্মাহত। যদিও অতীতে বিএনপি-জামায়াতোর সহিংসতার অভিজ্ঞতা থাকায়, অতোটা বিস্মিত হইনি।
তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলছি, আমরা প্রত্যাশা করেছিলাম তারা বদলাবে, কিন্তু তারা পাল্টায়নি। এর আগে, বাংলাদেশে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ২৮ অক্টোবরের সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছে দেশগুলো। আজ সোমবার দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমরা সব পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।