হয়রানিমুক্ত পরিবেশ চায় ব্যবসায়ীরা: দাবি এফবিসিসিআই সভাপতি’র
https://parstoday.ir/bn/news/bangladesh-i131916-হয়রানিমুক্ত_পরিবেশ_চায়_ব্যবসায়ীরা_দাবি_এফবিসিসিআই_সভাপতি’র
হয়রানি ছাড়া ব্যবসায় করার পরিবেশ চায় দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। আজ (রবিবার) আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৩ ১৫:৫০ Asia/Dhaka
  • এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম
    এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম

হয়রানি ছাড়া ব্যবসায় করার পরিবেশ চায় দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। আজ (রবিবার) আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেছেন, ব্যবসায়ীরা হয়রানি ছাড়া ব্যবসা করতে চায়, হয়রানি বন্ধ করুন। তাহলে ব্যবসায়ীরা সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট দেবে। এনবিআরকে উদ্দেশ্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক এগিয়ে এসেছে। হয়রানি না করলে ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সবসময় আছে।

মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীদের মধ্যে হয়ত এক থেকে দুই শতাংশ ব্যবসায়ী কর নিয়ে ঝামেলা করে থাকতে পারেন। তবে তাদের হয়রানি কমিয়ে আনলে এই সমস্যা কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর নেট বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে ব্যবসা রয়েছে, সেখানে নজর দিতে হবে। সেক্টর ভিত্তিক ইএফডি বসানোর দিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি।

অনুষ্ঠানে ভ্যাট প্রদানকারী নয়টি প্রতিষ্ঠানকে উৎপাদন, সেবা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে ৩টি করে সম্মাননা দেওয়া হয়।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১০