নির্বাচন নিয়ে কোন বহির্বিশ্বের চাপ নেই: ইসি আলমগীর
সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী: রাষ্ট্রপতির অনুমোদন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (রোববার) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনা মোতায়েনে ইসির আগ্রহের কথা জানান। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনা মোতায়নের অনুরোধ জানান।
এদিকে, দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্হিবিশ্বের কোন চাপ নেই। কমিশনার জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইটিং অফিসাররা, যখন যেখানে প্রয়োজন হবে মুভমেন্ট করবেন। অত্যন্ত শান্তি-সুশৃঙ্খল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলেও জানান মো. আলমগীর।#
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৭